Logo
HEL [tta_listen_btn]

প্রস্তাবিত বাজেট প্রত্যাখান করে সিপিবির সমাবেশ

প্রস্তাবিত বাজেট প্রত্যাখান করে সিপিবির সমাবেশ

নিজস্ব সংবাদদাতা:
ঘোষিত বাজেট গণবিরোধী দাবি করে প্রতিবাদ সমাবেশ করেছে কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা। রোববার (৬ জুন) বিকেল পাঁচটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম ও সঞ্চালনায় ছিলেন সিপিবি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বিমল কান্তি দাস। এ সময় বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, জেলা কমিটির সদস্য দুলাল সাহা ও জেলা কমিটির সদস্য ইকবাল হোসেন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, জাতীয় সংসদে যে প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে তাতে জনগণের আশা-আকাঙ্খার কোন প্রতিফলন নেই। জনগণের আকাঙ্খা পূরণ করতে স্বাস্থ্যখাতে ব্যাপক বরাদ্দ দরকার ছিল। অক্সিজেন, হাসপাতালে সিট বৃদ্ধি, করোনা পরীক্ষা বাড়ানো, প্রতিটি নাগরিকের টিকা প্রদানের জন্য বড় অংকের টাকা বরাদ্দ দরকার ছিল। করোনা পরিস্থিতি আরও খারাপ হলে ব্যাপক লকডাউন দেওয়ার প্রয়োজন হতে পারে। এখনো সীমান্তে অনেকগুলো জেলায় লকডাউন চলছে। কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে অনেক আগেই আমরা বলেছি চার কোটি দরিদ্র মানুষের জন্য খাদ্য সহায়তা না দিয়ে লকডাউন সফল করা সম্ভব নয়। খাবারের অভাবে শ্রমজীবী মানুষ লকডাউন মানতে পারে না। দরিদ্র মানুষের খাদ্যের ব্যবস্থা করার কোন আলামত প্রস্তাবিত বাজেটে নেই। বক্তারা আরও বলেন, কৃষিখাতে ও শিক্ষাখাতে বরাদ্দ না বাড়িয়ে গতানুগতিক প্রস্তাব করা হয়েছে। মালিকদের প্রণোদনার কথা বলা হয়েছে কিন্তু কালো টাকা উদ্ধার করার কোন কথা নেই। আসলে প্রস্তাবিত বাজেট ধনীদের স্বার্থে করা হয়েছে। এই বাজেট প্রত্যাখ্যান করে চুড়ান্ত বাজেট প্রণয়নে শ্রমবান্ধব কর্মসংস্থানমুখী ও আপামর জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাজেট প্রণয়ন করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com