Logo
HEL [tta_listen_btn]

হোমনায় পুলিশের মাস্ক বিতরণ

হোমনায় পুলিশের মাস্ক বিতরণ

হোমনা সংবাদদাতা:
করোনা ভাইরাসের প্রকোপ মোকাবেলায় কুমিল্লার হোমনা ও মেঘনা থানায় জনসচেতনামূলক প্রচারণা র‌্যালি ও মাক্স বিতরণ করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুন) বিকেলে হোমনা সার্কেলের উদ্যোগে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফজলুল করিমের নেতৃত্বে হোমনা ও মেঘনা থানা এলাকায় র‌্যালি ও মাস্ক বিতরণ করা হয়। ‘স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পড়ার অভ্যাস করুন’ এই শ্লোগানকে সামনে রেখে এদিন দুই থানার কর্মকর্তা ও পুলিশের সদস্যরা বিভিন্ন স্পটে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‌্যালি এবং ব্যবসায়ী, পথচারী ও যানবাহনের যাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন। র‌্যালি শেষে বিকেলে হোমনা চৌরাস্তা মোড়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফজলুল করিম বলেন, দেশে এখনও করোনার প্রকোপ রয়েছে। প্রতিদিনই কেউ না কেউ এর সংক্রমণে মারা যাচ্ছে। করোনা মোকাবেলায় মাস্ক পরার অভ্যেস করতে হবে। সাবান দিয়ে বিশ সেকেন্ড পর্যন্ত হাত ধুতে হবে। করোনা সংক্রমণ থেকে বাঁচতে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ, হোমনা থানার ইন্সপেক্টর (তদন্ত) আজিজুল বারী ইবনে জলিল, উপ পুলিশ পরিদর্শক (এসআই) শামীম আহাম্মেদ, এস আই মোতাব্বির হোসেন, এস আই সেকান্দর হোসাইন মোল্লা, এস আই আশিকুর রহমান, এস আই ইকবাল মনির এবং সহকারী উপ পুলিশ পরিদর্শক (এএসআই) আনোয়ারুল হক, এএসআই আকরামুল হক এএসআই পলাশ চন্দ্র বর্মন, মেঘনা থানার ইন্সপেক্টর (তদন্ত) জাকির হোসেন, এসআই মিলন, এসআই মোরশেদ,এসআই মোশারফ, এএসআই শাহাদত, এএসআই সাজ্জাদ, এএসআই মেহেদী, এএসআই হারুনসহ পুলিশ সদস্যগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com