Logo
HEL [tta_listen_btn]

প্রকৃতিবান্ধব না’গঞ্জ গড়বো মেয়র আইভী

প্রকৃতিবান্ধব না’গঞ্জ গড়বো মেয়র আইভী

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী নগরীর পরিবেশ উন্নয়নে আরণ্যকের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করে বলেন, নারায়ণগঞ্জকে প্রকৃতিবান্ধবনগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেবো। বুধবার (৯ জুন) দুপুরে শহরের নিতাইগঞ্জে নগরভবনে মেয়রের সাথে সামাজিক সংগঠন ‘আরণ্যক’ এর সদস্যরা সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম, আরণ্যক সংগঠনের সদস্য স্থপতি মোহাম্মদ নুরুজ্জামান, সাংবাদিক আফসার বিপুল, রবি, নুসরাত জাহান, জসিম উদ্দিন, ইলিয়াস জামান প্রমুখ। সাক্ষাতকালে নগরীর জলাশয় সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশ উন্নয়নের লক্ষ্যে একটি উপস্থাপনা তুলে ধরেন অরণ্যকের সদস্যরা। সংগঠনটি নগরীর পরিবেশ উন্নয়নে একসাথে কাজ করার জন্য আগ্রহ ব্যক্ত করলে মেয়র আইভী তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করে বলেন, আমরা ইতোমধ্যেই রাসেল পার্ক নির্মাণ ও বাবুরাইল খাল সংস্কার করে নগরবাসীকে মুক্ত হাওয়া গ্রহণের পরিবেশ তৈরী করে দিয়েছি। ভবিষ্যতে নগরীর জলাশয় সংরক্ষন ও পরিবেশ উন্নয়নের যাবতীয় কার্য়ক্রম গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com