Logo
HEL [tta_listen_btn]

নগরজীবনে লকডাউন শিথিলের প্রভাব

নগরজীবনে লকডাউন শিথিলের প্রভাব

নিজস্ব সংবাদদাতা:
পাল্টে গেছে নগরজীবন। টানা লকডাউন শিথিলের পর নারায়ণগঞ্জ শহরের চিত্র হঠাৎ করেই পাল্টে গেছে। রাস্তাঘাট, হাটবাজার এবং শপিংমলে উপচেপড়া ভিড় করোনাকে বৃদ্ধাঙ্গুলী দেখাচ্ছে। নারায়ণগঞ্জে প্রায় তিন সপ্তাহ ও সারাদেশে টানা ১৪ দিনের কঠোর লকডাউন শেষে পবিত্র ঈদুল আজহা বিবেচনায় সরকারের নতুন সিদ্ধান্তে শিথিলতায় পরিস্থিতি একেবারেই পাল্টে গেছে। সকাল থেকেই নারায়ণগঞ্জ শহর, শহরতলী ও মহাসড়কে শুরু হয়েছে তীব্র যানজট। যানজটে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে গণপরিবহন, বিশেষ করে বাস সংকট দেখা দিয়েছে। বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গণপরিবহন ও মার্কেটগুলো চালু হওয়ায় সকাল থেকে নগরীর সড়ক ও মহাসড়কগুলোতে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। গণপরিবহনসহ বিভিন্ন যানবাহনের চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থেমে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে শুরু হয়েছে মানুষের নানা ভোগান্তি। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বাস কাউন্টারগুলোতে পরিবহনের জন্য অপেক্ষা করতে দেখা যায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে। অন্যদিকে মার্কেট ও শপিংমলগুলোতে শুরু হয়ে গেছে ঈদের কেনাকাটা। যে কারণে সকাল থেকেই ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করার মতো। আইন শৃংখলা বাহিনীর চেকপোস্টগুলো তুলে দেয়ায় নিয়ম শৃংখলা মানছেন না কেউই। মাস্ক ছাড়াই মানুষ রাস্তায় অবাধে চলাচল করছেন। অধিকাংশ মানুষের মধ্যেই করোনাভীতি দেখা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com