নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ১৯০জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে নতুন করে মৃত্যুর কোন তথ্য প্রকাশ করেনি নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস। বৃহস্পতিবার (১৫জুলাই) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ তাদের দৈনিক প্রতিবেদনে এমন চিত্র দেখা যায়।১৪ জুলাই থেকে ১৫ জুলাই সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ৭৫০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে মোট ১ লাখ ২৫ হাজার ১ শত ৭৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে আড়াইহাজারে ১৩ জন, বন্দরে ৪৪ জন, এনসিসি এলাকায় ৪২ জন, রূপগঞ্জে ২১ জন, সদর উপজেলায় ৩৫ জন, সোনারগাঁও এলাকায় ৩৫জন আক্রান্ত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এ যাবৎ আড়াইহাজারে মোট আক্রান্ত ১হাজার ৫৫ জন ও মারা গেছেন ৪ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ১হাজার ৩শ’৪৯জন ও মারা গেছেন ১০ জন। এনসিসি এলাকায় মারা গেছেন ১শ’১৮জন ও আক্রান্ত হয়েছে ৬ হাজার ২৮জন। রূপগঞ্জে মারা গেছেন ১৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯শ’৬০জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ৪৫ জন ও আক্রান্ত ৩ হাজার ২শ’৯৩ জন এবং সোনারগাঁয়ে আক্রান্ত ১ হাজার ৬শ’২১জন ও মারা গেছেন ৩৫ জন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।