Logo
HEL [tta_listen_btn]

না’গঞ্জে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু৩, আক্রান্ত ২৪৭

না’গঞ্জে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু৩, আক্রান্ত ২৪৭

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায়করোনাভাইরাসেআরও ৩ জনেরমৃত্যু হয়েছে। এই নিয়েমরণঘাতীভাইরাসে জেলায় মোট ২৩৪ জন মৃত্যুবরণকরেছেন। মৃতদেরমধ্যে দুইজননারী ও একজনপুরুষ। মৃতপুরুষ (৮০) ও এক নারী (৬৫) নারায়ণগঞ্জসিটিকর্পোরেশনএলাকারবাসিন্দা। অপর নারী (৪৩) সোনারগাঁয়েরবাসিন্দা। এদিকে নতুনকরে গত ২৪ ঘন্টায়আক্রান্তহয়েছেনআরও ২৭৪ জন। এটা জেলায়একদিনে আক্রান্তেরসর্বোচ্চ রেকর্ড। এই নিয়ে জেলায় মোটআক্রান্তহলেন ১৬ হাজার ৫৫৩ জন। শুক্রবার (১৬ জুলাই) সকালে জেলাসিভিলসার্জনকার্যালয় সূত্রে এই তথ্য জানাযায়। নতুন করে সিটিকর্পোরেশনএলাকায় ৫৮ জন, সদরে ৪৭ জন, বন্দরে ৫১ জন, আড়াইহাজারে ৩৯ জন, সোনারগাঁয়ে ৩১ ও রূপগঞ্জে ২১ জন আক্রান্তহয়েছেন। জেলাসিভিলসার্জনকার্যালয় সূত্রে সিটিকর্পোরেশনএলাকায়মারা গেছেন ১২০ জন ও আক্রান্ত ৬ হাজার ৮৬ জন। অন্যদিকে সদরউপজেলায়মারা গেছেন ৪৫ জন ও আক্রান্ত ৩ হাজার ৩৪০ জন। বন্দরউপজেলায়আক্রান্তেরসংখ্যা ১ হাজার ৪০০ ও মারা গেছেন ১০ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ১ হাজর ৯৪ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ১ হাজার ৬৫২ জন ও মারা গেছেন ৪১ জন এবংরূপগঞ্জেমারা গেছেন ১৪ জন ও আক্রান্তহয়েছেন ২ হাজার ৯৮১ জন।জেলায় এই পর্যন্ত মোট ১ লাখ ২৫ হাজার ৯৬৬ জনেরনমুনাসংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায়নমুনাসংগ্রহ করা হয়েছে ৭৯০ জনের।করোনাআক্রান্ত থেকে সুস্থ হয়েফিরেছেন মোট ১৩ হাজার ৮৬৪ জন। তার মধ্যে সিটিকর্পোরেশনএলাকার ৫ হাজার ২১৫ জন, সদরউপজেলার ২ হাজার ৮২৮ জন, রূপগঞ্জের ২ হাজার ৬২৩ জন, আড়াইহাজারের ৯২৯ জন, বন্দরের ৯৩৮ ও সোনারগাঁয়ের ১ হাজার ৩৩১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com