সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ আমার অহংকার এই শ্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, চাঞ্চল্যকর হত্যামামলার আসামী, মাদক, অপহরণকারীসহ, বিভিন্নঅপরাধীদের গ্রেফতারেঅগ্রণীভূমিকাপালনকরেআসছে। ফলে দেশের সাধারণমানুষর্যাবপ্রতিষ্ঠার পর হতে শান্তিতে জীবন যাপন করছে এবং আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের আস্থাফিরেএসেছে। গত ১১ জুলাই মোঃইসলাম(৪৫) এর ৯ম শ্রেণীতে অধ্যায়নরত নাবালিকা মেয়ে সায়েবা আক্তার সন্ধ্যার পর বাসায় ফিরেনাআসায় আত্মীয় স্বজন সবারবাসায় খোঁজ করে মেয়ের কোন খবর না পেয়ে ভিকটিমের মা পল্লবী থানায়একটি নিখোঁজ জিডি করে (জিডি নং-৮৪৬)। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে ভিকটিম উদ্ধার ও অপহরণ কারীকে গ্রেফতার করতে র্যাব-২ এ বিষয়ে ছায়াতদন্ত শুরুকরে এবং গোয়েন্দা নজরদারীবৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র্যাব-২ এর একটি অভিযানিক দল গোপনসংবাদের ভিত্তিতে জানতে পারে রাজধানীর মোহাম্মদপুর থানাধীনশ্যামলীএলাকায় উক্ত অপহরণকারী অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে বৃহস্পতিবার (১৫জুলাই)সাড়ে ৫টায় র্যাব-২ এর আভিযানিক দল মোহাম্মদপুর থানাধীন শ্যামলী এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী মোঃমনির হোসেন(২৯) কে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেয়া তথ্য মতে ভিকটিম নাবালিকা সায়েবা আক্তার’কে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যানেরএকটি বাসাহতে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানাযায় যে, ভিকটিমকে ফুসলিয়ে সু-কৌশলে অপহরণ করে।ভিকটিমের পিতা জানায় যে, আসামী বেশকিছুদিন ধরে ভিকটিমকে বিভিন্ন রকম কু-প্রস্তাব দিত এবং উত্যক্ত করতো। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানায় ইতিপূর্বে সে ২টি বিয়ে করেছে এবং তার ৩ টিসন্তান ও রয়েছে।গ্রেফতারকৃত আসামীকে পল্লবী থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।