সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা:
করোনাভাইরাস ঠেকাতে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সিদ্ধিরগঞ্জ আইয়ুবনগর কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃমশিউর রহমান। এর আগে সাইলো কবরস্থান জামেমসজিদের জুম্মার নামাজের সময়এলাকাবাসীর উদ্দেশ্যে সচেতনমূলক বক্তব্য রাখেন মশিউররহমান। সিদ্ধিরগঞ্জ থানারওসি মশিউর রহমান এলাকাবাসীরউদ্দেশ্যে বলেন, বিভিন্ন পাড়ামহল্লায় বিভিন্ন ধরনের অপরাধীরা আত্মগোপন করে আছে। যদি কোন ব্যক্তিকে সন্দেহ হয় তাহলে দ্রত থানা পুলিশকে খবর দিবেন। আপনাদের সন্তানরা কার সাথে চলা ফেরা করছে তার বিষয়ে খোজ-খবর নিবেন। মাদকের পাশাপাশি এখন কিশোর গ্যাং বড়একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই বলবো আপনাদের সন্তানরা যদি কোন ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে তাহলে তাকে সে পথ থেকে সরিয়ে নিয়ে আসেনএবংএলাকায় অপরাধীদের বিষয়ে থানা পুলিশকে অবহিত করুন। আপনারাযদি পুলিশকে অপরাধীদের ধরিয়ে দেওয়ার বিষয়ে সহযোগীতা করেন তাহলে দেশ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব হবে, তানাহলে পুলিশের একার পক্ষে অপরাধ নির্মূল করা সম্ভব হবেনা। আমরাপুলিশসদস্যরাআপনাদের যে কোনোসহযোগীতায়পাশেআছিএবং থাকবো। মসজিদেরআলোচনা শেষেআইয়ুবনগর কোরবানিপশুরহাটপরিদর্শনকরেনওসিমশিউররহমান। বিভিন্ন জেলা থেকে আগত কোরবানি পশুর ব্যাপারীদের কোনধরনের সমস্যাহচ্ছেকিনা সে বিষয়েওওসিমশিউররহমানব্যাপারীদের সাথে আলাপকরেনএবংসকলকে স্বাস্থ্যবিধি মেনে কোরবানিরপশু কেনা-কাটার জন্য ওসিমশিউররহমানবলেনএবংব্যাপারীদের যে কোনোসমস্যাহলেপ্রয়োজনেপুলিশকেজানাতেবলেন।
এদিকে ওসিমশিউররহমানসিদ্ধিরগঞ্জ থানায় যোগদান করার পর থেকেই আইনশৃঙ্খলারব্যাপকউন্নতিহয়েছেবলেজানানসিদ্ধিরগঞ্জবাসী।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।