সোনারগাঁ সংবাদদাতা:
সত্তরোর্ধ্ব এক নারী করোনা প্রতিষেধক ভ্যাকসিন গ্রহণ করে আসার সময় বার্ধক্যজনিত কারণে সিনহা গার্মেন্টসের সামনে এসে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সাথে থাকা তার ছেলে একা কোনোভাবেই ধরে রাখতে না পারায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশেপাশের দাড়ানো মানুষ দেখলেও সাহায্য করতে আসেনি কেউই। পরে সেখানে থাকা দায়িত্বরত মহিলা পুলিশ মানবিকতার দৃষ্টান্ত দেখিয়ে মহিলাটিকে কোলে তুলে রিকসায় উঠিয়ে তার বাসায় পৌঁছে দিয়ে আসে। শনিবার (১৭ জুলাই) দুপুরে এ মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে সোনারগাঁ থানা পুলিশ। এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, শনিবার সকাল থেকে কাঁচপুর সিনহা অ্যাপেক্স এর সামনে শ্রমিকরা বেতনের দাবিতে অবরোধ করে রেখেছিলো। দুপুর দিকে সিনহা গার্মেন্টেসের এক কর্মকর্তার মা করোনা ভ্যাকসিন নিয়ে আসার সময় গার্মেন্টসটির সামনে এসে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ভদ্র মহিলার সাথে থাকা তার ছেলে তাকে কোনোভাবেই ধরে রাখতে না পারায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে পরনের কাপড় ভিজিয়ে ফেলেন। কাপড় অপরিচ্ছন্ন হওয়ায় আশেপাশে বহু লোক থাকলেও তাকে কেউ সাহায্য করছেন না। এসময় ঐখানে আমাদের ডিউটিরত মহিলা পুলিশ দ্রæত তাকে ধরে কোলে তুলে নেয়। এবং রিকশা ডেকে তাকে সিনহা গার্মেন্টস এর ভিতরে অফিসার্স কোয়াটার এ পৌঁছে দেয়। কাজটি খুব ক্ষুদ্র হলেও করতে পেরে ভালো লাগছে। আল্লাহ ভদ্র মহিলাকে সুস্থতা দান করুক।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।