নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ১৯২জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে নতুন করে মৃত্যুর কোন তথ্য প্রকাশ করেনি নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস। রোববার (১৮জুলাই) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ তাদের দৈনিক প্রতিবেদনে এমন চিত্র দেখা যায়। ১৭ জুলাই থেকে ১৮ জুলাই সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ৫৪৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে মোট ১ লাখ ২৭ হাজার ১শ’২৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে আড়াইহাজারে ১ জন, বন্দরে ১৩ জন, এনসিসি এলাকায় ৮৭ জন, রূপগঞ্জে ৬ জন, সদর উপজেলায় ৭৮ জন, সোনারগাঁও এলাকায় ৭জন আক্রান্ত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এ যাবত আড়াইহাজারে মোট আক্রান্ত ১হাজার ১শ’১৬ জন ও মারা গেছেন ৪ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ১হাজার ৪শ’৬৯জন ও মারা গেছেন ১০ জন। এনসিসি এলাকায় মারা গেছেন ১শ’২১জন ও আক্রান্ত হয়েছে ৬ হাজার ২১২জন। রূপগঞ্জে মারা গেছেন ১৪ জন ও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ৪৫ জন ও আক্রান্ত ৩ হাজার ৪শ’৫৪ জন এবং সোনারগাঁয়ে আক্রান্ত ১ হাজার ৬শ’৮৪জন ও মারা গেছেন ৪২জন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।