সংবাদ বিজ্ঞপ্তি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানদেরকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান। রোববার (১৮ জুলাই) এক শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের মধ্যে ত্যাগের মহিমা নিয়ে সমাগত হয়। করোনা ভাইরাসে পৃথিবী যখন কঠিন পরিস্থিতি অতিক্রম করছে তখনি আমাদের মধ্যে খুশির বার্তা নিয়ে আসছে ঈদুল আযহা। করোনা মহামারির কারণে দেশের জনসাধারন বিপর্যস্ত, দিশাহারা তবুও ঈদ আমাদের আনন্দ ও স¤প্রীতির শিক্ষা দেয়। স¤প্রীতি, ত্যাগ, সাম্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা থেকে গড়তে হবে শোষণ, জুলুমমুক্ত একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা।
নেতৃদ্বয় সর্বস্তরের জনতার প্রতি ঈদুল আজহার অনাবিল আনন্দ, সুখ সমৃদ্ধি, সুস্বাস্থ্য, শান্তি-সমৃদ্ধি, উন্নতি কামনা করেন এবং ইসলাম-ঈমান, দেশ ও মানবতা বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহŸন জানান।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।