আড়াইহাজার সংবাদদাতা:
আড়াইহাজারে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) দিবাগত রাত ২টায় ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে ১১টায় পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জের জেনারেল(ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরণ করেন। নিহত গৃহবধুর নাম, সুমাইয়া (১৯) মৃতের দাদাশ্বশুর মোকলেছুর রহমান জানান, শুক্রবার বিকেলে সুমাইয়া পাশের গ্রামে তার বাবার বাড়িতে যায়। সেখানে তার মায়ের সঙ্গে স্থানীয় বাজারে গিয়ে হালিম ও স্পিড খায়। রাতে বাড়িতে ফেরার পর তার প্রচÐ বমি হচ্ছিল। পরে রাত ২টার দিকে তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, লাশ হাসপাতালে রেখে মৃতের শ্বশুর বাড়ির লোকজন চলে যায়। পরে শনিবার ১৭ জুলাই বেলা ১১টার দিকে পুলিশ খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনের বারান্দা থেকে লাশ উদ্ধার করেন। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনিচুর রহমান মোল্লা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।