ফতুল্লা সংবাদদাতা:
ফতুল্লায় পাওনা টাকা নিয়ে দ্ব›েদ্বর জেরে মাসুদ (২৬) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৪ জুলাই) দুপুরে ফতুল্লার লাবনী ফুড ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছুরিকাঘাত করা সোহেলকে (২০) ছুরিসহ আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। নিহত মাসুদ ফতুল্লার পাগলা নয়ামাটি তাজুরমাঠ সংলগ্ন রুহুল আমিনের বাড়ির ভাড়াটিয়া রফিকুল ইসলামের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, নিহত মাসুদের ছোট ভাই শাওন ও সোহেল দুজন বন্ধু ছিলো। দেড় মাস পূর্বে নিহত মাসুদের ছোট ভাই শাওন সোহেলের কাছ থেকে ৩ হাজার টাকা ধার নেয়। সেই টাকা চাইতে গেলে ঈদের আগের রাতে সোহেলকে চর-থাপ্পড় মেরে তাড়িয়ে দেয় মাসুদ।এ ঘটনার জের ধরেই শনিবার দুপুরে সোহেল ও তার সহোযোগিরা এ হত্যাকান্ড ঘটায়। নিহতের ভাই মামুন জানান, পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে দ্ব›দ্ব চলে আসছিল। সেই দ্ব›েদ্বর জেরেই ছুরিকাঘাত করে মাসুদকে হত্যা করা হয়েছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, পাওনা টাকা নিয়ে হত্যাকাÐ ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় ছুরিকাঘাত করা সোহেলকে ছুরিসহ এবং তার বাবা আইয়ুব আলীকে (৫০) আটক করা হয়। আইয়ুব আলীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার অভিযান চলছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।