বন্দর সংবাদদাতা:
বন্দরে বসুন্ধরা সিমেন্ট কারখানার সাইলো প্লান্ট থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক মোঃ চয়ন (২৫) ফরিদপুর জেলার আবুবক্কর মিয়ার ছেলে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, বসুন্ধরা সিমেন্ট কারখানায় চয়ন নামে এক শ্রমিক সাইলো প্লান্ট থেকে পড়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারা যদি অভিযোগ করে, তাহলে সেই অনুযায়ী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।