সোনারগাঁ সংবাদদাতা:
বর্তমান সময়ে করোনাভাইরাস একটি আতঙ্কের নাম। আক্রান্ত রোগী থেকে খুব সহজেই সংক্রমন ছড়িয়ে পরে। বিগত সময়ে দেখা গেছে, করোনায় মৃত্যু হলে মা-বাবা, ছেলে-মেয়ে সন্তান পর্যন্ত মুখ ফিরিয়ে নেয়। আর এই সময়ে সেই লোকগুলোর পাশে দাড়াঁয় একদল মানবিক চিন্তাধারার মানুষ, তাদেরকে বলা হয় করোনা যোদ্ধা। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এমপি’র দ্বারা গঠিত আমরা স্বেচ্ছাসেবী করোনা যোদ্ধা একটি টিম। যে টিমের সদস্যরা ভয়ানক সময়ে নির্ভয়ে স্বেচ্ছায় শ্রম দিয়ে মানুষের পাশে দাড়াঁয়। এ টিম এখন পর্যন্ত ৪৪টি করোনায় মৃতদের দাফন সম্পন্ন করেছে। রোববার সোনারগাঁও পৌরসভা অর্জুন্দী এলাকায় মোঃ নাসির উদ্দিন এর স্ত্রী মোসা. হেলেনা বেগম (৩০) এবং সোমবার সোনারগাঁও উপজেলার সাদিপুর এলাকায় মৃত আ. কাদির এর স্ত্রী মরিময় বেগম (৬০) করোনায় আক্রান্ত হয়ে মারা যান। খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে উপস্থিত হয় এমপি খোকার “আমরা স্বেচ্ছাসেবী করোনা যোদ্ধা” টিম। করোনায় মৃত পৃথক দুই নারীর কাফন দাফনের ব্যবস্থা করে “আমরা স্বেচ্ছাসেবী করোনা যোদ্ধা” টিম। এমপি খোকার এই মানবিক টিম এ পর্যন্ত ৪৪ জন করোনায় আক্রন্ত হয়ে মৃতদের লাশ দাফন করেছে। রোববার দাফনের কার্যক্রমে অংশগ্রহন করেন টিমের পরিচালক মোঃ ওমর ফারুর, মোঃ সুমন মীর পৌর টিম লিডার, এম খন্দকার বুলবুল, মোঃ ইফতেখার আলম, মোঃ ইমরান হোসেন অপু, মোঃ মহিবুল্লাহ, মোঃ আরিফুল ইসলাম তুষার, মোঃ আজমীর শরীফ। এছাড়া সোমবার দাফনের কার্যক্রমে অংশ গ্রহন করেন টিম লিডার মুহা. সানাউল্লাহ বেপারী, মোঃ ওমর ফারুক, পরিচালক মোঃ নেসার উদ্দিন, মোঃ ইস্রাফিল, মোঃ ইমরান হোসেন অপু, মোঃ মহিবুল্লাহ, মোঃ আরিফুল ইসলাম তুষার, পারহান আহাম্মেদ পলাশ, চৈতি আক্তার, মোঃ সুমন, মোঃ আবুল কালাম, মোঃ তুহিন, মোঃ আ. মতিন, পাখি আক্তার প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।