Logo
HEL [tta_listen_btn]

কালির বাজারের ঝোপে ঝুলন্ত লাশ

কালির বাজারের ঝোপে ঝুলন্ত লাশ

নিজস্ব সংবাদদাতা:
নগরীর কালির বাজার এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলের দিকে খবর পেয়ে কালিরবাজার অবস্থিত ষোল তলা বিল্ডিং এর বিপরীত পাশের এক ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জামান বলেন, ঘন্টা খানেক আগে আমরা লাশের খবর পাই। পরে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল এর মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত ব্যক্তির নাম আতাউর রহমান। নিহত আতাউর রহমান মৃত সিরাজুল ইসলামের ছেলে। খানপুর ব্রাঞ্চ রোড এলাকায় জয়নাল কমিশনারের বাড়িতে ভাড়া থাকতেন। শহরের কালীরবাজারের চারারগোপ এলাকায় ফল-সবজি ওঠানো-নামানোর কাজ করতেন আতাউর। তার স্ত্রী সুলতানা বেগম জানান, গত ২৩ জুলাই সকাল দশটার দিকে সকালে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। কোথাও খোঁজ না পেয়ে থানায় জিডিও করেন স্বজনরা। বিকেলের দিকে মরদেহ উদ্ধারের খবর পান তারা। সুলতানা বলেন, কারও সাথে কোনো প্রকার দ্ব›দ্ব ছিল না আতাউরের। আত্মহত্যা করার মতোও মানসিক অবস্থা ছিল না। স্বামীর মৃত্যুর কারণ স¤পর্কে কোনো ধারণা করতে পারছেন না তিনি। তবে আতাউরের অসুস্থ মাকে নিয়ে চিন্তিত ছিল বলে জানান। কুমুদিনী খালের পশ্চিমপাশে প্রাণ ও মাম পানির ডিলারশিপের গোডাউন রয়েছে। গোডাউনের সীমানা প্রাচীরের অপর পাশের ঝোপের ভেতর ঝুলছিল আতাউরের মরদেহ। তার পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি। মুখমন্ডল অনেকটা পঁচে-গলে গেছে। গোডাউনের শ্রমিকরা জানান, ঈদের পর রোববার গোডাউন খোলা হয়। গত সোমবার দুপুর থেকে গন্ধ পাচ্ছিলেন। কোরবানির বর্জ্য বা মরা পশুর গন্ধ বলে ধারণা করেছিলেন। মাম পানির ডিলার মাহমুদ হোসেন বলেন, দুপুর থেকে গন্ধ তীব্র হওয়ায় সীমানা প্রাচীরের ওপারে লোকজন নামানো হয়। পরে তারা মরদেহটি দেখতে পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com