নিজস্ব সংবাদদাতা:
করোনায় সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত বিধিনিষেধের ৫ম দিন আজ। নারায়ণগঞ্জে প্রতিদিনই নিত্য নতুন সংক্রমণের রেকর্ড গড়ছে। গত ২৪ ঘণ্টায় ২শ’১৪জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এই নিয়ে জেলায় মোট ১৮ হাজার ৬শ’৫০জন আক্রান্ত হয়েছেন। এছাড়া জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, ২৪ ঘন্টায় সোনারগাঁও ৬৫ বয়সী এক নারী, বন্দরে ৩০ বছরের এক নারী ও সদর উপজেলায় ৬৫ বছরের এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।। এ যাবৎ মোট ২শ’৫৩ জনের মৃত্যু হয়েছে, তবে এই সংখ্যা বেসরকারী ভাবে আরো বেশী। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে মঙ্গলবার (২৭ জুলাই) সকালে এ তথ্য প্রকাশ করা হয়। ২৬ জুলাই থেকে ২৭ জুলাই সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ৭৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে মোট ১ লাখ ৩২ হাজার ৪শ’৩৫জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে আড়াইহাজারে ৩৩ জন, বন্দরে ২৩ জন, এনসিসি এলাকায় ৭৯ জন, রূপগঞ্জে ০ জন, সদর উপজেলায় ৩৯ জন, সোনারগাঁও এলাকায় ৪০জন আক্রান্ত হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।