বন্দর সংবাদদাতা:
বন্দরে ১৬৮ ক্যান বিয়ারসহ আব্দুল হালিম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গত সোমবার (২৬ জুলাই) রাতে বন্দর উপজেলার কুশিয়ারাস্থ সুতারপাড়া এলাকার শাহাজালাল মিয়ার র্নিমানাধীন বিল্ডিং এর ভিতর থেকে বিয়ারসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে ডিবি পুলিশের এএসআই রাশেদুল ইসলামবাদী হয়ে গ্রেফতারকৃতের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। মামলা নং- ৩১(৭)২১। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আব্দুল হালিম বন্দর থানার কুশিয়ারা এলাকার মোবারক হোসেন মিয়ার ছেলে বলে থানা সূত্রে জানা গেছে। গ্রেফতারকৃতকে মাদক মামলায় মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।