Logo

সিদ্ধিরগঞ্জে ১২ জুয়াড়ি আটক

সিদ্ধিরগঞ্জে ১২ জুয়াড়ি আটক

সংবাদ বিজ্ঞপ্তি:
র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন শৃংঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক, জুয়ার সিন্ডিকেটসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। সাম্প্রতিক সময়ে সিদ্ধিরগঞ্জ এলাকায় জুয়ার আসর বেড়ে যাওয়ায় জুয়ার আসর বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‌্যাব। এরই ধারাবাহিকতায় সোমবার (২৬ জুলাই) রাত পৌণে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, ব্যাটালিয়ন সদর, এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন দক্ষিন রসুলবাগ এলাকায় অবৈধ জুয়ার আস্তানায় অভিযান পরিচালনা করে ও জুয়া খেলার সরঞ্জামাদি, নগদ ১৫ হাজার ৮শ’ ৯৫ টাকা ও ৩টি মোবাইল ফোন উদ্ধারসহ ১২ জন জুয়াড়িকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো মোঃ জহুরুল ইসলাম (৩৮), জেলা নারায়ণগঞ্জ, মোঃ হৃদয় শেখ (২১) জেলা-নারায়ণগঞ্জ, আখের আলী (৩৫) জেলা-নারায়ণগঞ্জ, মোঃ সুকুর আলী (২২), জেলা নারায়ণগঞ্জ, জয়নাল উদ্দিন (১৮), জেলা নারায়ণগঞ্জ, মোঃ তকবির (১৮), জেলা নারায়ণগঞ্জ, মোঃ রাজিব (২২) জেলা নারায়ণগঞ্জ, ওয়ারিশ মিয়া (২৮), জেলা নারায়ণগঞ্জ, মোঃ ইউসুফ (২৫) জেলা নারায়ণগঞ্জ, মোঃ সবুজ গাজী (৩৫) জেলা-নারায়ণগঞ্জ, আতাউর রহমান (১৮), জেলা নারায়ণগঞ্জ, মোঃ সোহেল (২৭), জেলা নারায়ণগঞ্জ। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানাধীন দক্ষিন রসুলবাগ এলাকায় কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর। নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। উপরোক্ত বিষয়ে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com