আড়াইহাজার সংবাদদাতা:
করোনায় আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের মেয়ে ও ঝালকাঠি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তারের মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ জুলাই) সকাল ১১ টায় করোনা আক্রান্ত সানিয়া আক্তার বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ২৯ বছর। সানিয়া আক্তারের বাড়ি নারায়ণগঞ্জ। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হোগলাকান্দা গ্রামের আব্দুর রশিদের মেয়ে। সানিয়া আক্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০১৮ সালে ১ মার্চ বিচার বিভাগে যোগদান করেন। সানিয়া আক্তারের স্বামী এএইচএম ইমরানুর রহমান ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন।
সানিয়া আক্তারের মরদেহ শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রথমে তার বাবার বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারে আনা হবে। পরে সেখান থেকে মরদেহ তার শ্বশুর বাড়ি বরিশালের মুলাদীতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে টুং চর গ্রামে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।