Logo

সিএনজি চালক নিখোঁজ

সিএনজি চালক নিখোঁজ

বন্দর সংবাদদাতা:
পরিবহনের গ্যাস আনতে গিয়ে বন্দরে আল ফরহাদ (২১) নামে এক সিএনজি চালক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (২৮ জুলাই) রাতে বন্দর থানার লাঙ্গলবন্ধ এলাকায় এ নিখোঁজের ঘটনাটি ঘটে। অনেক স্থানে খোঁজাখুজি করে নিখোঁজ সিএনজি চালকের কোন সন্ধান না পেয়ে এ ব্যাপারে তার পিতা রিপন মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করেন। নিখোঁজ সিএনজি চালক আল ফরহাদ বন্দর থানার ১৯ নং ওয়ার্ডস্থ মদনগঞ্জ খালপাড় এলাকার দিনমজুর রিপন মিয়ার ছেলে বলে জানা গেছে। জিডি বাদী দিনমজুর রিপন মিয়া গনমাধ্যমকে জানান, আমার ছেলে প্রতিদিনের মত বুধবার রাত ৮টায় নারায়ণগঞ্জ থ-০০৬২ নম্বারে একটি সিএনজি নিয়ে লাঙ্গলবন্ধ সিএনজি স্টেশন থেকে গ্যাস আনতে রওনা হয়। পরে রাত পৌনে ১১টায় আমার ছেলের ব্যবহারকৃত ০১৭২৭৭০৫২৪০ নাম্বার থেকে আমার ব্যবহারকৃত ০১৯২০৯৩৭৮২৭ নাম্বারে ফোন করে জানায় গ্যাস নেওয়া হয়েছে বাড়ির দিকে আইতিছি বলে আর বাড়িতে ফিরেনি। অনেক স্থানে খোঁজাখুজি করে আমার ছেলে কোন হদিস না পেয়ে এ ব্যাপারে আমি নিখোঁজ জিডি এন্ট্রি করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com