ফতুল্লাসংবাদদাতা:
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস রাইজার বিস্ফোরিত হয়ে সৃষ্ট আগুনে টিনশেডের তিনটি ঘর পুড়ে গেছে। শুক্রবার (৩০ জুলাই) দুপুরে ফতুল্লার লালখাঁ এলাকার কাশেম মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। ঘরের মালামাল পুড়ে গেলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, দুপুর তিনটার দিকে কাশেম মিয়ার বাড়ির গ্যাস লাইনের রাইজার বিস্ফোরিত হয়। এতে সৃষ্ট আগুন টিনশেডের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। পুড়ে যায় ভাড়াটিয়াদের তিনটি ঘরের ভেতরে থাকা বেশকিছু আসবাবপত্র। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন কাশেম মিয়ার বাড়ির ভাড়াটিয়া ল²ীকান্ত দাস, রবীন্দ্র ও অঞ্জু দাস। আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাসের রাইজার থেকে আগুনের সূত্রপাত। কেউ আহত হয়নি তবে লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।