সংবাদ বিজ্ঞপ্তি:
কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলী আশরাফের (৭৩) মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক আলী আশরাফের প্রয়াণে জাতি দেশপ্রেমিক একজন জননেতাকে হারালো। উপাচার্য অধ্যাপক আলী আশরাফের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন। উল্লেখ্য, অধ্যাপক আলী আশরাফ ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩০ জুলাই) বিকেলে মৃত্যুবরণ করেন। তাঁর গলবøাডার ও নিউমোনিয়ার সমস্যা ছিল।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।