বন্দর সংবাদদাতা:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান প্রবীণ আওয়ামী লীগ নেতা হাজী শহিদুল্লাহ মিয়া (৭৫) মারা গেছেন। শুক্রবার (৩০ জুলাই) রাত পৌণে ১০ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কিডনির জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে হাজী শহিদুল্লাহ স্ত্রী, ছয় ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। শনিবার (৩১ জুলাই) ১১টায় বন্দর উপজেলার পুরাণ বন্দর এলাকার মোল্লাবাড়িতে তার জানাজা শেষে পুরাণ বন্দর কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, যুবলীগ নেতা খান মাসুদসহ বিপুল সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মী ও এলাকাবাসী। এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট আবু হাসনাত মোঃ শহিদ বাদল (ভিপি বাদল)।তার ছেলে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম পরিবারের পক্ষ থেকে সবার কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।