নিজস্ব সংবাদদাতা:
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহাবলেছেন, করোনাযুদ্ধে আমরা জয়ী হবোই। শনিবার (৩১ জুলাই) বিকেলে এ মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহŸানে বাংলাদেশ তাঁতী লীগ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের কার্যকরি সদস্য মাসুম আহমেদ। মাস্ক বিতরণ উদ্বোধন কালে এড. খোকন সাহা বলেন, ‘সকলে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সকলে যার যার ঘরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবেন। আমাদের সকলের প্রচেষ্টায় একদিন আমরা নিশ্চই এ যুদ্ধে জয়ী হব। আজ সমগ্র বিশ্ব এক অনিশ্চয়তার মধ্য দিয়ে চলছে। তবে যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য আমাদের দেশরতœ শেখ হাসিনা’র সরকার প্রস্তুত আছে।
এ সময় মহানগর তাঁতী লীগের পক্ষ থেকে মাস্ক বিতরণ করেন- নারায়ণগঞ্জ মহানগর তাঁতী লীগের আহ্বায়ক শাহেদ চৌধুরী, সদস্য সচিব জাহাঙ্গির আলম, যুগ্ম আহ্বায়ক ফজলুল কাদের জীবন, সদস্য- মুকুল হোসেন রাসেল, খোরশেদ আলম, মোঃ আজিম, মোঃ আলাউদ্দিন, এড.চায়না সুলতানা, কাওসার, শুক্লা রানী, শিপলু, সুমন, জাফর, আহমেদ আলী ও রুপা। জেলা তাতী রীগের পক্ষ থেকে মাস্ক বিতরণ করেন- নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগের সদস্য সচিব আলমগীর হোসেন (ভিপি আলমগির), যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম বিপ্লব, পিয়ার আলী, মনির হোসেন প্রমুখ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লগের সভাপতি লিটন আহমেদ, হৃদয় হোসেন বাবু, শাকিল, হাবিবুর রহমান, ফরিদ, মাসুম, মনির, আরিফ, খোরশেদ, মোঃ আলমগীরসহ অনেকে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।