Logo
HEL [tta_listen_btn]

টিকা রেজিস্ট্রেশন কেন্দ্র উদ্বোধন

টিকা রেজিস্ট্রেশন কেন্দ্র উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা:
দক্ষিণ র‌্যালী বাগান ভূমি রক্ষা ও পঞ্চায়েত কমিটির কার্যালয়ে ভ্যাকসিন রেজিস্ট্রেশন (টিকা) কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচি উদে¦াধনকালে কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেন, সারাদেশে করোনার ভয়াবহ সংক্রমণ শুরু হয়েছে। এমতাবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মনে রাখবেন করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মানা ও ভ্যাকসিনের কোন বিকল্প নেই। বয়স ২৫ হলেই এখান থেকে রেজিেেস্ট্রশন করে নির্ধারিত কেন্দ্রে ভ্যাকসিন নিবেন। শনিবার (৩১ জুলাই)বেলা ১২টায় দক্ষিণ র‌্যালী বাগান ভূমি রক্ষা ও পঞ্চায়েত কমিটির কার্যালয়ে ভ্যাকসিন রেজিস্ট্রেশন (টিকা) কর্মসূচির উদ্বোধনীতে কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস এ সব কথা বলেন। তিনি আরও বলেন, আগামী ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত ১৮ বছর বয়সী যাদের আইডি কার্ড আছে তারাও স্পট রেজিস্ট্রেশনের ভিত্তিতে নির্ধারিত টিকা কেন্দ্রে টিকা নিতে পারবেন।
এসময় উপস্থিত ছিলেন পঞ্চায়েত কমিটির সভাপতি গাজী মোঃ সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আমির হোসেন, সহ-সভাপতি মোঃ মনির হোসেন সরদার, সাধারণ সম্পাদক হাজী মোঃ মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, মোঃ শরীফ হোসেন, অনীল দাস, ১৫নং ওয়ার্ড সচিব মোঃ আবুল কালাম প্রমুখ।অনুষ্ঠানে কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেন, মহামারী করোনার পাশাপাশি এখন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। কাজেই আপনাদের বাসাবাড়ীর চারপাশ পরিস্কার পরিুছন্ন রাখুন। কোন পাত্রে তিনদিনের বেশি জমানো পানি রাখবেন না। মনে রাখবেন, এডিস মশা আপনার ঘরে ও আশপাশে জমে থাকা স্বচ্ছ পানিতে জন্মায়। এ বিষয়ে তিনি পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দকে সচেতনতামূলক কর্মকান্ড পরিচালনার জন্য আহŸান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com