নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ বাসদের কমিউনিটি কিচেন অসহায় ছিন্নমূল মানুষদের মুখে হাসি ফুটিয়েছে। প্রতিদিন দুপুরে দুই শতাধিক ছিন্নমূল, মানসিক-শারীরিক প্রতিবন্ধী ও কর্মহীন মানুষ ২নং রেলগেইটস্থ বাসদ কার্যালয়ে এসে খাবারের প্যাকেট নিয়ে যায়। রোববার (১ আগস্ট) ২ টায় খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, সহ-সভাপতি ধীমান সাহা জুয়েল, সমাজতান্ত্রিক শ্রমিকফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, প্রগতি লেখক সংঘের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, গার্মেন্টস শ্রমিকফ্রন্টের জেলার সভাপতি সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুলতানা আক্তার, শ্রমিক নেতা তাজুল ইসলাম। এসময়ে নিখিল দাস বলেন, করোনা অতিমারিতে স্বল্প আয়ের মানুষরা বিপর্যস্ত। ৭০ ভাগ মানুষের আয় কমে গিয়েছে। সরকার ঘোষিত লকডাউনে সবচেয়ে বিপদে পড়েছে ছিন্নমূল মানুষরা। তাদের ঘরে খাবার নেই, কর্মও নেই। আমরা দাবি জানিয়েছিলাম লকডাউনের আগেই অন্ততপক্ষে একমাসের খাবার ও নগদ ৫ হাজার টাকা স্বল্প আয়ের মানুষদের দেয়ার জন্য। কিন্তু সরকার তা করেনি। আমাদের দল বাসদের পক্ষ থেকে চতুর্থ ধাপে এবার খাবার খাবার বিতরণ করছি। দলের সমর্থক-শুভানুধ্যায়ীদের সহযোগিতায় এবং দলের নেতা-কর্মীদের পরিশ্রমে প্রতিদিন দুই শতাধিক মানুষকে অন্ততপক্ষে একবেলা খাবারের ব্যবস্থা করতে পেরে আমরা আনন্দিত। ভবানী শংকর রায় বলেন, বাসদের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। অসহায় সামর্থহীন মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তিনি সমাজের বিত্তবান মানুষদের প্রতি আহŸান জানান।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।