বন্দর সংবাদদাতা:
বন্দরে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ টাকাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৩ সিপিএসসি টিকাটুলি।ওই সময় র্যাব-৩ আটককৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ২টি বস্তা ও ১টি লাগেজে ভর্তি ৪৫ কেজি গাঁজা ও ১শ’ ৯৫ পিছ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২০ হাজার ২শ’ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর থানার কদম রসুল ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকার আমান মিয়ার বাড়ি ভাড়াটিয়া মৃত ইসরাফিল মিয়ার ছেলে পারভেজ (৩০) ও একই এলাকার শওকত মিয়ার বাড়ি ভাড়াটিয়া মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে আব্দুল মালেক ওরফে মানিক (৫৫)। গত শনিবার (৩১ জুলাই) ভোর ৪টায় বন্দর থানার নবীগঞ্জ বাসস্ট্যান্ডস্থ শিবলু মিয়ার পান দোকানের সামনে থেকে উল্লেখিত মাদকদ্রব্যসহ এদেরকে আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে র্যাব-৩ সিপিএসসি উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে বন্দর থানায় আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করেছে। মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর থানার উপ-পরিদর্শক সাইফুল আলম পাটুয়ারী আটককৃত মাদক ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে রোববার দুপুরে আটককৃতদের আদালতে প্রেরণ করে। এ ব্যাপারে র্যাব- ৩ এর উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে আরো জানান, আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে বন্দরসহ জেলার বিভিন্ন স্থানে অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ বাসস্ট্যান্ডের সামনে অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজা, ইয়াবা ও মাদক বিক্রির টাকা উদ্ধার করতে সক্ষম হই।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।