নিজস্ব সংবাদদাতা:
আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন ও সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায়ে কোভিড-১৯ এর প্রতিষেধক প্রদান বা গণটিকা কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগ ও কোভিড প্রতিরোধ কমিটি ইতোমধ্যে ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিদের নির্দেশনা দিয়েছেন। প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন চেয়ারম্যানরাও। সদর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে কথা হলে তারা জানান, স্বেচ্ছাসেবীদের প্রস্তুত রেখেছেন তারা। প্রতি ইউনিয়নকে তিনটি ভাগ করা হয়েছে। তিনটি ওয়ার্ড মিলে একটি টিকা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। টিকা প্রদান কার্যক্রম সম্পর্কে বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী বলেন, ‘আমরা তালিকা তৈরি করছি। টিকা প্রদান কার্যক্রম সফল করতে আমাদের ভলেন্টিয়াররা প্রস্তুত রয়েছে। বক্তাবলী বাজার, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের টিকা প্রদান কার্যক্রম চলবে। ইউনিয়নটিকে ৩ ভাগে ভাগ করে টিকা প্রদান করা হবে। ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন জানান, ‘আমরা আগামীকাল থেকে তালিকা তৈরির কাজ শুরু করবো। ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে ৩ ভাগে ইউনিয়নের লোকদের টিকা প্রদান করা হবে। দায়িত্বরত স্বাস্থ্যকর্মীরা টিকা আনা-নেয়া করবে। তাদের যতটুকু সহযোগিতা দরকার হয় আমাদের স্বেচ্ছাসেবীরা তাদের সাহায্য করবে।’ এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, ‘আমাদের প্রস্তুতি প্রায়ই শেষ। আমাদের ৬ জন স্বেচ্ছাসেবক স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা করবে। আপাতত হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ে টিকা প্রদান কার্যক্রম চলবে। যদি প্রয়োজন হয় তাহলে কেন্দ্র বাড়ানো হবে।’ কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু বলেন, ‘আপাতত আমরা তালিকা তৈরি করছি। ভূইগড় মাদ্রাসা কেন্দ্র হিসেবে রাখা হয়েছে। টিকা আনা নেয়ার কাজ স্বাস্থ্যকর্মীরা করবেন।’ আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতি বলেন, ‘কুড়ের পাড় উচ্চ বিদ্যালয়ে (প্রস্তাবিত শেখ রাসেল উচ্চ বিদ্যালয়) টিকা প্রদান কার্যক্রম চলবে। ইতিমধ্যে আমাদের তালিকা তৈরির কাজ চলছে। ৩ ভাগে ইউনিয়নের লোকদের টিকা দেয়া হবে। টিকা প্রদান কার্যক্রম সফল করার জন্যে আমরা প্রস্তুত আছি।’ গোগনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর হোসেন সওদাগর জানান, ‘গোগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত টিকা প্রদান কার্যক্রম চলবে। ৩ ভাগে আমাদের টিকা প্রদান কার্যক্রম শেষ হবে। টিকা প্রদান কার্যক্রম সফল করতে আমাদের স্বেচ্ছাসেবীরা প্রস্তুত আছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।