নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের দুইজন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও একজন বন্দরের বাসিন্দা। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাড়ালো ২৬৬ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯০৩ জনের। এতে আক্রান্তহয়েছে ২৩০ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৪৯৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ২৬২ জন। এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৮৪৭ জনের। বুধবার (৪ আগস্ট) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১৩১ জন ও আক্রান্তহয়েছেন ৭ হাজার ৪০৯ জন, সদরে মারা গেছেন ৪৯ জন ও আক্রান্তহয়েছে ৪ হাজার ২৬২ জন, বন্দরে মারা গেছেন ১৮ জন ও আক্রান্তহয়েছেন ১ হাজার ৮২৩ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৫ জন ও আক্রান্তহয়েছেন ৩ হাজার ৫৩৫ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৪৯ জন ও আক্রান্তহয়েছেন ২ হাজার ১১০ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্তহয়েছেন ১ হাজার ৩৫৭ জন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।