Logo

২১ লাখ টাকার গাঁজা উদ্ধার

২১ লাখ টাকার গাঁজা উদ্ধার

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা:
এম্বুলেন্সে করে বিশেষ কায়দায় মাদক দ্রব্য গাঁজা পাচারের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৮৫ কেজি গাঁজাসহ মোঃ দেলোয়ার হোসেন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৩। উদ্ধারকৃত গাঁজার অনুমানিক মুল্য প্রায় ২১ লাখ টাকা। এ সময় মাদক সরবারহের কাছে ব্যবহৃত একটি এম্বুলেন্স, ১ টি মোবাইল ফোন ও নগদ ৩হাজার ৭শ’ ৪০ টাকা জব্দ করে র‌্যাব। মঙ্গলবার (৩ আগস্ট) দিবাগত গভীর রাতে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে শিমরাইল শাখার এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড এর সামনে চেকপোস্ট স্থাপন তাকে আটক করা হয়। আটককৃত মোঃ দেলোয়ার হোসেন কুমিল্লা জেলার বুড়িচং থানার রাজাপুর (উত্তর পাড়া) গ্রামের বাসিন্দা। বুধবার (৪ জুলাই) র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস এ তথ্য নিশ্চিত করেছেন। র‌্যাব জানায়, এম্বুলেন্স চলমান লকডাউনের আওতামুক্ত হওয়ায় অসাধু মাদক ব্যবসায়ীরা এম্বুলেন্সকে মাদক পরিবহনের নিরাপদ মাধ্যম হিসেবে বেছে নিয়েছে। অভিযান পরিচালনা করার সময় এম্বুলেন্সে কোন রোগী ছিলনা।
আটককৃত দেলোয়ার দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com