নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মরণঘাতী ভাইরাসে জেলায় মোট ২৬৯ জন মৃত্যুবরণ করেছেন। মৃতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। মৃত তিনজনই সোনারগাঁয়ের বাসিন্দা। এদিকে নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ২৮২ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ২০ হাজার ৭৭৮ জন। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ১০০ জন, সদরে ৫৬ জন, বন্দরে ৩২ জন, আড়াইহাজারে ৩৮ জন, সোনারগাঁয়ে ২৯ জন ও রূপগঞ্জে ২৭ জন আক্রান্ত হয়েছেন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ১৩১ জন ও আক্রান্ত ৭ হাজার ৫০৯ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ৪৯ জন ও আক্রান্ত ৪ হাজার ৩১৮ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৫৫ ও মারা গেছেন ১৮ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ১ হাজার ৩৯৫ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ২ হাজার ১৩৯ জন ও মারা গেছেন ৫২ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১৫ জন ও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৬২ জন। জেলায় এই পর্যন্ত মোট ১ লাখ ৪০ হাজার ১৬৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩১৬ জনের। করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ১৭ হাজার ৫৪০ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৬ হাজার ৩১১ জন, সদর উপজেলার ৩ হাজার ৫৬৮ জন, রূপগঞ্জের ৩ হাজার ১৭১ জন, আড়াইহাজারের ১ হাজার ১৭৩ জন, বন্দরের ১ হাজার ৫৯৪ ও সোনারগাঁয়ের ১ হাজার ৭২৩ জন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।