বন্দর সংবাদদাতা:
বন্দরে সিটি কর্পোরেশনের পয়নিষ্কাসনের ড্রেন বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় আহত বা হতাহতের কোন সংবাদ পাওয়া না গেলেও ড্রেনেজের ¯øাব উঠে গিয়ে ড্রেনের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৫টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের সোনাকান্দা পানির ট্যাংকিস্থ সুমন মিয়া কনফেকশনারী সামনে এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঘটনার প্রত্যেক্ষদৃশি এক ব্যাক্তি গণমাধ্যমকে জানান, সকালে ঘুম থেকে উঠে পায়ে হেটে নারায়ণগঞ্জ যাওয়ার সময় সোনাকান্দা পানির ট্যাংকি সামনে আসলে মুহুর্তের মধ্যে ড্রেনেজের ভিতর থেকে একটি বিকট শব্দ ঘটে। সাথে সাথে ড্রেনেজের ¯øাব উঠে গিয়ে ড্রেনের ব্যাপক ক্ষতি হয়। এ ব্যাপারে সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার স্থানীয় এক বাসিন্দা গণমাধ্যমকে আরো জানান, বৃহস্পতিবার ভোরে বিকট শব্দ পেয়ে আতংকিত অবস্থায় ঘুম থেকে উঠি। পরে দৌড়ে রাস্তায় গিয়ে দেখি ড্রেনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনি আরো জানান, ড্রেনের নিচ দিয়ে আবাসিক বাসাবাড়ি গ্যাসের লাইনের সংযোগ ছিল। গ্যাসের লিকেজ থেকে ড্রেন বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছি। এ ব্যাপারে বন্দর ফায়ার সার্ভিসের সাথে আলাপ কালে তিনি গণমাধ্যমকে জানান, ড্রেনেজ বিস্ফোরণের ঘটনাটি আমাদের জানা নেই। কেউ এ ব্যাপারে আমাদেরকে অবগত করেনি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।