Logo

কষ্টি পাথরের মূল্যবান মূর্তি উদ্ধার

কষ্টি পাথরের মূল্যবান মূর্তি উদ্ধার

রূপগঞ্জ সংবাদদাতা:
রূপগঞ্জে সাড়ে তিন কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। শনিবার ভোররাতে এশিয়ান হাইওয়ে সড়ক নামে পরিচিত গাজীপুর বাইপাস সড়কের কালাদী এলাকার মেসার্স এফ হক ফিলিং স্টেশনের সামনে থেকে মূর্তিসহ তিন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার মান্দ্রা এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে আব্দুল হালিম (৫৯), পশ্চিম আউটশাহী এলাকার মৃত বিশু মিয়ার ছেলে আব্দুল মালেক (৬৩) ও শিলিমপুর এলাকার মৃত আব্দুল খালেক সরকারের ছেলে আব্দুল মজিদ (৫৩)। র‌্যাব-১ এর নায়েব সুবেদার সৈয়দ শুকুর আলী জানান, শনিবার রাতে র‌্যাব টহল ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে মূর্তি পাচারের খবর পেয়ে কালাদী এলাকায় অবস্থান করে। পাচারকারী আব্দুল হালিম, আব্দুল মালেক ও আব্দুল মজিদ র‌্যাবের পরিস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ৩১ ইঞ্চি দৈর্ঘ্যরে ৩৫.৪ কেজি ওজনের ৩ কোটি ৫৪ লক্ষ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি ও তিনটি মোবাইলসহ পাচারকারীদের গ্রেফতার করা হয়। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ বলেন, এঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com