Logo

বিএনপি’র করোনা হেল্পসেন্টার উদ্বোধন

বিএনপি’র করোনা হেল্পসেন্টার উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা:
শনিবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহরের মাসদাইর এলাকার মজলুম মিলনায়তনে করোনা হেল্প সেন্টার উদ্বোধন করা হয়। এসময় করোনাকালে সাধারণ মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের প্রশংসা করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। উদ্বোধনকালে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, বর্তমান সরকারের মন্ত্রী বলে বেড়ান করোনাকালে বিএনপি কাজ করছে না। বিএনপি কাজ করছে কি করছে না সেটাই নারায়ণগঞ্জেই প্রমাণ পাওয়া যায়। আপনারা জানেন নারায়ণগঞ্জে এডভোকেট তৈমূর আলম খন্দকার ছোট ভাই মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খোরশেদ কি করেছেন। মানুষের সেবায় কিভাবে নিজেকে নিয়োজিত রেখেছেন। তার সেবা কার্যক্রম বিশ্বব্যাপী আলোচনা সৃষ্টি করেছে। তাকে করোনা হিরো উপাধি দেয়া হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও করোনা পর্যবেক্ষণ কমিটির আহবায়ক ইকবাল হাসান টুকু প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে করোনা হেল্প সেন্টারের উদ্বোধন করেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক এডভোকেট তৈমূর আলম খন্দকারের উপস্থিতিতে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ ও হেল্প সেন্টার উপ কমিটির আহবায়ক জাহিদ হাসান রোজেল সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com