ফতুল্লা সংবাদদাতা:
ফতুল্লার মুসলিমনগর থেকে বিপুল পরিমান বিয়ার সহ ওয়াসিম(৪২) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ওয়াসিম ফতুল্লা থানার মুসলিম নগরের মৃত রহমত উল্লাহ কসাইয়ের পুত্র। শুক্রবার (৬ আগস্ট) রাতে তাকে ফতুল্লার মুসলিমনগর থেকে গ্রেফতার করে পুলিশ।এ সময় গ্রেফতারকৃতের নিকট থেকে ৮০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। থানা পুলিশ জানায়,শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সোহাগ চৌধুরী সঙ্গীয় ফোর্স সহ মুসলিম নগর এলাকার চিন্থিত মাদক ব্যবসায়ী ওয়াসীমের ঘরে অভিযান চালিয়ে ৮০ ক্যান বিয়ার সহ তাকে গ্রেফতার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ওয়াসীমের দুই সহযোগী জিয়ন ও আরিফুল।এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ বাদী হয়ে মাদক আইনে ওয়াসীম ও পালিয়ে যাওয়া দুই সহযোগীর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের
করেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।