Logo
HEL [tta_listen_btn]

টিকাগ্রহণে আগ্রহ বাড়ছে নজরুল ইসলাম বাবু

টিকাগ্রহণে আগ্রহ বাড়ছে নজরুল ইসলাম বাবু

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেছেন, টিকাগ্রহণে দেশব্যাপি সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। তিনি বলেন, দেশ বাঁচাতে প্রতিটি মানুষকে টিকা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি মানুষকে টিকার আওতায় আনতে কাজ করছে সরকার। মানুষের দোড়গোড়ায় টিকা পৌঁছে দিতে টিকাদান কার্যক্রম উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে স¤প্রসারিত করা হয়েছে। শনিবার (৭ আগস্ট) আড়াইহাজার পৌরসভাস্থ জাহানারা বেগম উচ্চ বিদ্যালয়ে গণটিকা কার্যক্রমের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা, আড়াইহাজার পৌর মেয়র সুন্দর আলী, বেগম জাহানারা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম ফজলুল হক স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা বলেন, সরকারের টিকাদান কার্যক্রমকে গতিশীল করতে শুরু থেকেই সরকারী নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত টিকা দান করা হয়েছে। উপজেলায় গণটিকা কার্যক্রমের প্রথম দিনে ৮ হাজার মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে পদক্ষেপ গ্রহন করা হয়েছে। গণটিকা কার্যক্রমে ১২টি ইউনিয়ন ২টি পৌরসভায় ৩৬ জন স্বাস্থ্যকর্মী, ৩৬ জন পরিবার পরিকল্পনা কর্মী ও ৩৬ জন সুপারভাইজার এর মাধ্যমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশী সংখ্যক মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। গণটিকা কার্যক্রমে সহযোগিতার জন্য প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, নেতৃবৃন্দ, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, স্বেচ্ছাসেবক সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য, গণটিকা কার্যক্রমের প্রথম দিনে ইউনিয়ন পর্যায়ে ৫ হাজার ৭৩১ জন পুরুষ, ৩হাজার ২৯৯ জন মহিলা উপজেলা পর্যায়ে ২১২ জন পুরুষ, ১৯৫ জন মহিলা মোট ৯হাজার ৪৩৭ জন মানুষকে করোনার টিকা প্রদান করা হয়। সকাল ৯টায় শুরু হয়ে টিকা দান কার্যক্রম কোন বিরতি ছাড়া বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। প্রতিটি কেন্দ্রে টিকা প্রত্যাশীদের ভিড় লক্ষ্য করা গেছে। নারী পুরুষ সব বয়সের মানুষের মধ্যে টিকা গ্রহণে আগ্রহ বেড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com