নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রেশন কমপ্লেক্স প্রাঙ্গণে দলিল লিখক ও সেবা গ্রহণকারীদের জন্য বসার স্থান এবং আর্থিক জন নিরাপত্তার প্রয়োজনে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লিখকরা। এ ব্যাপারে ডিসি ও জেলা রেজিস্ট্রারের নিকট লিখিতভাবে আবেদন করা হলেও কার্যত কোন ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে দলিল লিখকরা।
ঘটনার বিবরণে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অস্থায়ীভাবে টিনশেড ঘর নির্মাণ করে দলিল লিখকরা তাদের প্রয়োজনীয় কার্যক্রম দীর্ঘদিন যাবৎ অব্যাহত রেখেছিল। কিন্তু সম্প্রতি সড়ক ও জনপথ বিভাগ টিনশেড ঘরটি ভেঙ্গে ফেলায় চরম দূর্ভোগে পড়ে দলিল লিখকসহ সেবা গ্রহণকারী জনসাধারণ। বর্তমানে দলিল লিখক সমিতির নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্র্রার ও জেলা প্রশাসকের নিকট লিখিত ভাবে একটি নতুন ভবন নির্মাণের দাবি জানিয়ে আশু সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ জানান। কিন্তু জেলা রেজিস্ট্র্রার এর হঠকারীতায় নতুন ভবন নির্মাণে বাঁধাগ্রস্থ হচ্ছে বলে জানা যায়। যার ফলে সরকার রেজিস্ট্র্রার অফিস থেকে শত কোটি টাকার অধিক রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে। অথচ নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রেশন কমপ্লেক্স উদ্বোধনের সময় আইনমন্ত্রী আনিসুল হক এমপি স্থানীয় দলিল লিখকদের বসার ব্যবস্থাসহ জনসাধারণের আর্থিক নিরাপত্তার বিষয়টি গুরত্বের সাথে দেখে নতুন একটি ভবন নির্মাণের আশ^াস দিয়েছিলেন। কিন্তু তার সেই আশ^াস আদৌ বাস্তবায়িত হয়নি। আরও জানা যায়, নিবন্ধন মেন্যুয়াল (দ্বিতীয় খন্ড) ২০১৪ সালের ২ ডিসেম্বর সরকারি প্রজ্ঞাপনে বলা হয় এক্সভিআইএফ ১৯০৮ এর সেকশন ৮০ জি এ প্রদত্ত ক্ষমতা বলে ইন্সপেক্টর জেনারেল কর্তৃক প্রস্তুতকৃত বিধিমালায় সরকার কর্তৃক অনুমোদনক্রমে ৭নং কলামে সনদপ্রাপ্ত দলিল লিখকগণের দলিল লিখার কার্য্য সম্পাদন করার জন্য সাধারণ অধিকার সমূহে বর্ণিত কার্যালয়ের সীমানার মধ্যে বসতে পারবে এবং তাদের অনুমতি দেওয়া হবে। বর্তমান প্রেক্ষাপটে রেজিস্ট্রেশন কমপ্লেক্সে দলিল লিখকদের কোন বসার স্থান নেই এবং সেবা গ্রহীতা জনসাধারণের আর্থিক লেনদেন নিরাপত্তার বিষয়টিও হুমকীর মুখে। জেলা রেজিস্ট্র্রারকে বিষয়টি বারংবার অবগত করলেও তিনি কোন পদক্ষেপ নিচ্ছে না। যার দরুন দলিল লিখকরা রেজিস্ট্রেশন কমপ্লেক্সের আঙ্গিনায় আরেকটি নতুন ভবন নির্মাণের দাবি জানিয়ে কঠোর আন্দোলনের হুমকী দিয়েছে। আগামী ১১ আগস্ট মানববন্ধন করাসহ বিভিন্ন কর্মসূচী ঘোষণা করবে বলে সংশ্লিষ্ট দলিল লিখকরা। তবে এই ঘটনায় নারায়ণগঞ্জের স্থানীয় জাতীয় সংসদ সদস্যগণ সহ জেলা প্রশাসন বিষয়টি গুরত্বের সহিত দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে অভিজ্ঞ মহল আশাবাদী।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।