নিজস্ব সংবাদদাতা:
সোমবার (৯ আগস্ট)সন্ধ্যা পৌণে ৮টায় র্যাব-১১ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন কালির বাজারস্থ এম চাঁন মার্কেট এর মোহাম্মদিয়া স্টোর এর ভিতর অবৈধভাবে সরকারি ব্যান্ডরোল জাল করে সিগারেটের প্যাকেটে ব্যবহার করে শুল্ক-কর ফাঁকি দিয়ে বাজারজাত করার উদেশ্যে অবস্থান করছে জানতে পরে উক্ত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে প্রচুর পরিমাণ নকল সিগারেটসহ মোঃ সাকিবুল ইসলাম (২০) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে বিভিন্ন ব্যান্ডের ৯৬ হাজার ৬০ পিস নকল সিগারেট উদ্ধার করা হয়।প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত নকল সিগারেট ব্যবসার সাথে জড়িত আসামী নকল সিগারেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। অবৈধ ও নকল দ্রব্যের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মোটরবাইকে মাদক
র্যাব-১১ এর একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাংরোড সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনের মহাসড়কেমঙ্গলবার (১০ আগস্ট) রাত ১২টা ১০ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী শাওন মিল্কী (২০) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী সুকৌশলে মোটরবাইকের গোপন কুঠুরীতে বর্ণিত ফেনসিডিল পরিবহণ করছিল। র্যাব-১১ এর একটি চৌকষ দল গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারকৃত আসামীর মোটরবাইকের গোপন কুঠুরী হতে ৮০ বোতল ফেনসিডিল এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত মোটর সাইকেলটি উদ্ধার করে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটকৃত মাদক ব্যবসার সাথে জড়িত আসামী বেশ কিছুদিন যাবত মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।