বন্দর সংবাদদাতা:
বন্দরে মাদকসহ এক নারীকে আটক করেছে র্যাব-৩। র্যাব বলছে আটককৃত নারী মাদক ব্যবসায়ী। সোমবার (৯ আগস্ট) রাতে উপজেলার এনায়েতনগর মাদ্রাসা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় র্যাব। আটককৃত নারীর নাম খাদিজা বেগম(২৫)। সে বাগেরহাট জেলার মোড়গাছা থানার বাবুল সিকদারের মেয়ে, নারায়ণগঞ্জে স্বামী নুরু ব্যাপারীর সঙ্গে বন্দরের এনায়েতনগর মাদ্রাসা সংলগ্ন এলাকায় বসবাস করে আসছে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্দরে এনায়েত নগর এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় তাকে হাতে নাতে আটক করে। এসময় তার কাছ থেকে ৪কেজি গাঁজা উদ্ধার করা হয়। খাদিজার বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা হয়। মঙ্গলবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।