Logo

শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসাবে আবারও পদক পেলেন এস আই নাজমুল হাচান!

শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসাবে আবারও পদক পেলেন এস আই নাজমুল হাচান!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল :

নড়াইল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল কারী অফিসার হিসেবে আবারো পদক পেলেন নড়াগাতি থানার সাব-ইনস্পেক্টর (এস.আই) নাজমুল হাচান। ১২ আগষ্ট (বৃহস্পতিবার) জেলা পুলিশ সুপার প্রবির কুমার রায় এর হাত থেকে ওয়ারেন্ট তামিলকারী শ্রেষ্ঠ অফিসার সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন তিনি। এর আগেও চলতি বছরের মে ও জুন মাসের জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে পুরস্কার গ্রহণ করেছিলেন নাজমুল হাচান। পুরস্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার প্রবির কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃরিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (শিক্ষানবিশ) সোহানুর রহমান সোহান প্রমুখ। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোখসানা খাতুন বলেন, নাজমুল হাচানের একনিষ্ঠ কাজের মাধ্যমে পর পর তিনবার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছে। এ বিষয়ে জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, পুলিশ জনগণের বন্ধু। আমরা সর্বদা জনগণের পাশে থেকে জনগণকে সেবা দেয়ার কাজটি করে থাকি। পুলিশের মধ্য যারা ভাল কাজ করবে তারাই পুরস্কৃত হবে আর যারা মন্দ কাজ করবে তারাই তিরস্কৃত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com