Logo

আমৃত্যু বিএনপি’র পাশে থাকবো আতাউর রহমান মকুল

আমৃত্যু বিএনপি’র পাশে থাকবো আতাউর রহমান মকুল

বন্দর সংবাদদাতা:
বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপি সহ-সভাপতি আলহাজ¦ আতাউর রহমান মুকুল বলেছেন, যতদিন বেঁচে থাকবো ততদিন বিএনপি কর্মীদের পাশই থাকবো। শুক্রবার (১৩ আগস্ট) সকাল ১০টায় বন্দর থানার ২৩নং ওয়ার্ডস্থ কবিলেরমোড় এলাকায় অবহেলিত তৃনমূল বিএনপি কর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন। তিনি মুকুল সমর্থক গোষ্ঠীর উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের স্ব স্ব এলাকায় জনগনের জন্য সেবা মূলক কাজ করেন। আমি আপনাদের পাশে আছি। যতটুকু সহযোগিতা করা দরকার আমি তা করব। আলহাজ¦ আতাউর রহমান মুকুল সমর্থক গোষ্ঠীর সভাপতি এড. আনিছুর রহমানের সভাপতিত্বে একই সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমানের সঞ্চলনায় খাদ্য সামগ্রী বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২১নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ¦ হান্নান সরকার ও ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মেদ। খাদ্য সামগ্রী বিতরণকালে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ফারুক চৌধূরী একই কমিটির সহ-সভাপতি সাইদুর রহমান ও কামাল উদ্দিন জনী, একই কমিটির যুগ্ম সম্পাদক জান্নাতুল ফেরদৌস রাজিব, মিক্সা বিষয়ক সম্পাদক আল-হাসান, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মাছুম, শিশু বিষয়ক সম্পাদক আমির হোসেন, ২২নং ওয়ার্ড যুবদল নেতা ফয়সাল সিকদার, ২৩নং ওযার্ড যুবদল নেতা আনিছুর রহমান, আব্দুল মান্নান, জাকির হোসেন, মদনপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক কাউছার, যুবদল নেতা আমির হামজা, বিএনপি নেত্রী সাহারা বানু, স্বেচ্ছাসেবক দলের নেতা আফজাল হোসেন জনী, আব্দুল মান্নান, ২২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা মাহাবুব ঢালী, ২৪নং ওয়ার্ড বিএনপি প্রচার সম্পাদক আলী আকবর, ২৩নং ওয়ার্ড যুবদলের নেতা খোকন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com