নিজস্ব সংবাদদাতা:
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার লকডাউনের বিধিনিষেধ ঘোষণা করলেও বর্তমানে সেই বিধিনিষেধ শিথিল রয়েছে। নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা যেমন ঊর্ধ্বমুখী তেমনি মৃত্যু সংখ্যাও। করোনায় সংক্রমণ বেড়ে গিয়ে প্রতিদিনই নিত্য নতুন রেকর্ড গড়ছে। গত ২৪ ঘণ্টায় ২শ’২৩জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এই নিয়ে জেলায় মোট ২২ হাজার ৬শ’৬৫জন আক্রান্ত হয়েছেন। এছাড়া জেলার স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে ২৪ ঘন্টায় সোনারগাঁ উপজেলায় ২জন পুরুষ ও একজন মহিলা এবং রূপগঞ্জ উপজেলায় এক নারীর মৃত্যুর খবর পাওয়া যায়। নারায়ণগঞ্জে এ যাবৎ ২শ’ ৯১ জনের মৃত্যু হয়েছে, তবে এই সংখ্যা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর অনুযায়ী আরো বেশী। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে শুক্রবার (১৩ আগষ্ট) সকালে এ তথ্য প্রকাশ করা হয়। ১২ আগষ্ট থেকে ১৩আগষ্ট সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ৯শ’ ৩৫জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে মোট ১ লাখ ৪৭ হাজার ৫শ’ ২০জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে আড়াইহাজারে ২৩ জন, বন্দরে ৫৩ জন, এনসিসি এলাকায় ৬০জন, রূপগঞ্জে ৩০জন, সদর উপজেলায় ৪৭ জন, সোনারগাঁ এলাকায় ১০জন আক্রান্ত হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।