Logo

গাঁজাসহ মাদকব্যবসায়ী আল আমিন গ্রেফতার

গাঁজাসহ মাদকব্যবসায়ী আল আমিন গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি:
র‌্যাব-২ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার মেকাব খান রোড একটি বাসায় এক জন মাদকব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত গোয়েন্দা সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ আগস্ট) ৩টা ৫৫ মিনিটে র‌্যাব-২ এর আভিযানিক দল মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার মেকাব খান রোডের একটি বাসায় অভিযান পরিচালনা করে মাদক কারবারী চক্রের সদস্য মোঃ আল আমিন (২২), কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে নিষিদ্ধ মাদক সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদে প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে তার বাসা তল্লাশি করে খাটের নিচ থেকে বেল্ট আকারে তৈরি চারটি প্যাকেট মোট ১০ কেজি ৬০০ গ্রাম গাঁজা যার আনুমানিক মূল্য ২ লাখ ১২ হাজার টাকা ও মাদক বিক্রয়লব্ধ ৫ হাজার ৭শ’ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায়, সে শরীরের সাথে বেল্টগুলো ফিটিং করে সীমান্তবর্তী এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে আসে এবং দেশের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে অভিনব পন্থায় নিত্যনতুন কৌশলে অবৈধভাবে সীমান্ত এলাকা থেকে স্বল্প মূল্যে ক্রয় করে মোহাম্মদপুর ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে চড়াদামে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এছাড়াও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com