Logo

শোকদিবসে জেলা প্রশাসনের কর্মসূচি

শোকদিবসে জেলা প্রশাসনের কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সকল কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কর্মসূচির মধ্যে রয়েছে : ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, পরে সকাল ৯টায় পুরান কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় কুরআন খানি ও দোয়া মাহিফল, তারপর সাড়ে ৯টায় চাষাঢ়া বিজয়স্তম্ভে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি আলোচনা সভা, পুরষ্কার ও যুব ঋণের চেক বিতরণ, সকাল সাড়ে ১১টায় অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান বাদ যোহর মসজিদে দোয়া এবং সুবিধাজনক সময়ে মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন এবং জেলখানা, হাসপাতাল, ভবঘুরে কেন্দ্র, এতিমখানা, সরকারি শিশু সনদ ও গরীবদের মাঝে উন্নতমানের খাবার বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com