বন্দর সংবাদদাতা:
১০ দিনের ব্যবধানে একই স্থানে দুই বার ড্রেনেজ বিস্ফোরনের ঘটনায় আতংকিত হয়েছে পরেছে সোনাকান্দা এলাকাবাসী। তবে বিস্ফোরণের ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও ড্রেনেজের ভিতরে অগ্নিসংগঠিত হলে এলাকাবাসী ও বন্দর ফায়ার সার্ভিস দ্রæত ঘটনাস্থলে এসে আগুন নিভাতে সাহায্য করে। রোববার (১৫ আগস্ট) ভোর সাড়ে ৫টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডস্থ সোনাকান্দা এলাকায় এ এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। জানা গেছে, গত ৫ আগস্ট সোনাকান্দা পানির ট্যাংকিস্থ সুমন কনফেকশনারী সামনে ড্রেন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে ড্রেনের ¯øাব উঠে গিয়ে ড্রেনের ব্যাপক ক্ষতিসাধন হয়। ১০ দিনের ব্যবধানে রোববার ভোরে একই স্থানে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ড্রেনের ¯øাব উঠে গিয়ে অগ্নিকান্ডের সৃষ্টি হয়। পরে এলাকাবাসী ও বন্দর ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। বন্দর ফায়ার সার্ভিস জানায়, ড্রেনের নিচ দিয়ে বাসাবাড়ি ব্যবহারকৃত গ্যাসের সংযোগ রয়েছে। গ্যাসের পাইপ লিকেজ থেকে বিস্ফোরণসহ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে তারা জানায়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।