Logo
HEL [tta_listen_btn]

বিআইডব্লিউটিএ’র ৩ কর্মসূচি

বিআইডব্লিউটিএ’র ৩ কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা:
বিআইডবিøউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক নারায়ণগঞ্জ নদী বন্দর কার্যালয় সংলগ্ন শীতলক্ষ্যার তীরে ফলজ বৃক্ষরোপণ, বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন এবং দুঃস্থদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছেন। সোমবার (১৬ আগস্ট) দুপুরে এই তিন কর্মসূচি শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাধীনতার পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম দেশের নদীগুলো রক্ষায় উদ্যোগ নেন। তিনি দেশের নদীগুলো খননের লক্ষ্যে ড্রেজার ক্রয় করেছিলেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশের নদীগুলো রক্ষায় উদ্যোগী হয়েছেন। বর্তমানে দেশে ৮০টি ড্রেজার রয়েছে। দেশের নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে খনন কাজ চলছে। এছাড়া ঢাকার চারিপাশের নদীগুলো রক্ষায় আমরা কাজ করছি। ইতিমধ্যে সীমানা পিলার স্থাপনের কাজ শেষ পর্যায়ে। পাশাপাশি ২৪ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণের কাজও চলমান রয়েছে। ২০০৯ সাল থেকে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। বেশ কিছু স্থাপনা এখনো বাকী রয়েছে। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা আমরা শীঘ্রই উচ্ছেদ অভিযান পরিচালনা করে নদীগুলো সম্পূর্ণরূপে দখলমুক্ত রাখতে পারবো। এসময় উপস্থিত ছিলেন বিআইডবিøউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, উপ পরিচালক মোবারক হোসেন প্রমুখ। বিআইডবিøউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল জানান, নারায়ণগঞ্জ নদী বন্দর কার্যালয় সংলগ্ন শীতলক্ষ্যার তীরে শতাধিক ফলজ বৃক্ষরোপণ করা হবে। এসব বৃক্ষের ফল শুধুমাত্র পাখিদের জন্যই রাখা হবে। এছাড়া জাতির জনকের কর্মময় জীবন সাধারণ মানুষকে জানানোর লক্ষ্যে আমরা অত্র কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com