নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জের জলাবদ্ধতা নিরসনে দ্রæত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। বুধবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুল এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীন ড্রেজার পরিদপ্তরের এক অনুষ্ঠানে এসে তিনি এই আশ্বাস দিয়েছেন। অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জেলার বিভিন্ন এলাকার জলাবদ্ধতা বিষয়ে অবহিত করেন। এর পরিপ্রেক্ষিতে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার জেলার জলাবদ্ধতা নিরসনে দ্রæত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে ডিসিকে আশ্বস্ত করেন। জেলা প্রশাসনের মিডিয়া সেল জানায়, জলাবদ্ধতা নিরসনে ডিএনডি প্রকল্পের ন্যায় জেলার জলাবদ্ধতা নিরসনে দ্রæত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।এ সময় জেলা প্রশাসনের নারায়ণগঞ্জ ফ্রেমিং বইটি পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ারের হাতে তুলে দেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।