ফতুল্লা সংবাদদাতা:
ফতুল্লায় সোহাগ (১২) নামে এক কিশোর অপহরণের অভিযোগে দুই কিশোরকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে তাদের কে গ্রেফতার করে পুলিশ। এর আগে শিশুটির মা হাজেরা বেগম বাদী হয়ে তার পুত্রকে অপহরণের অভিযোগ এনে পাঁচ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ প্রসেনজিত (১৫) ও আঃ মজিদ (১৫) নামে দুই কিশোরকে গ্রেফতার করেছে। অপহৃত সোহাগ (১২) ফতুল্লার দেওভোগ মাদ্রাসা এলাকার হাসেমবাগের করিম মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মৃত শহিদুল ইসলাম ও হাজেরা বেগমের ছেলে। মামলায় উল্লেখ করা হয়, হাজেরা বেগম ১৫ আগস্ট সকাল ৯টায় ছেলে সোহাগকে বাসায় রেখে হোসিয়ারী কারখানায় কাজে চলে যায়। এদিন বেলা ১১টায় একই এলাকার প্রসেনজিত, আঃ মজিদ, বিল্পব, স্বপন ও মুন্না কৌশলে ফুসলিয়ে অপহরণ করে সদরের ডিক্রির চর গুদারাঘাটে নিয়ে যায়। সেখানে তাদের সঙ্গে সোহাগকে ধলেশ্বরী নদীতে গোসল করতে দেখেন অনেকেই। এরপর থেকে সোহাগ নিখোঁজ। একই সঙ্গে ওই কিশোররাও আত্মগোপন করেছে। তাদের প্রত্যেকের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, ১৫ আগস্ট সোহাগ কে বাসা থেকে ডেকে নিয়ে যায় তার পাঁচ সহোযোগী। পরে আর বাসায় ফিরে না আসায় নিখোঁজ সোহাগের মা বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে এজাহারনামীয় দুজনকে গ্রেফতার করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত চলছে এবং অপর এজাহারনামীয় আসামীদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।