মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল :
নড়াইলে চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে কালিয়া থানা পুলিশ গাঁজাসহ সেলিম বিশ্বাস (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার (১৮আগস্ট) রাত ৮ টার দিকে উপজেলার মদনগাতী গ্রাম থেকে তাকে ২০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। আটককৃত সেলিম বিশ্বাস ওই গ্রামের সারোয়ার বিশ্বাসের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার ওসি (তদন্ত) আমানউল্লাহ আল বারীর নেতৃত্বে কালিয়া থানা পুলিশের একটি বিশেষ দল রাতে উপজেলার মদনগাতী গ্রামে অভিযান পরিচালনা করে সেলিম বিশ্বাসকে গাঁজাসহ আটক করে থানায় নিয়ে আসে । এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া জানান, মাদক উদ্ধার ঘটনায় অত্র থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে এবং মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।